কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:০২:০৩ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। সিরাজগঞ্জ:সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বাসচাপায় কাওসার আলী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেন।সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ছালাভরা বাজারের পশ্চিমে মেঘাই-সোনামুখী আঞ্চলিক সড়কের শ্যামপুর ভোকেশনাল স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর উপজেলার মানিক পটল এলাকার কাশেম আলীর ছেলে।স্থানীয়রা জানান, কাওসার আলী সাইকেলযোগে সোনামুখী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আঁখি পরিবহণের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।কাজিপুর থানার ডিউটি অফিসার...