খাগড়াছড়িতে অস্থিরতা সৃষ্টির পেছনে ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, একটি মহল শান্তিপূর্ণভাবে যাতে দূর্গাপূজা না হয় সেই চেষ্টা চালাচ্ছে। এই মহলই খাগড়াছড়িতে এসব করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ডিএমপির পাঁচটি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশে দুর্গাপূজা যেন উৎসবমুখর না হয়, সেজন্যই খাগড়াছড়িতে এমন ঘটনা ঘটানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতিতে আটকা পড়া বেশিরভাগ পর্যটককে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে...