তারেক রহমান বলেন, যেমনভাবে দেশে প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে ভোট চান এবং ভোটার তালিকা হালনাগাদ করেন, তেমনি প্রবাসীদেরও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রবাসীদের কনভিন্স করতে হবে। মনে রাখতে হবে, অন্যরাও বসে থাকবে না।” নেতাকর্মীরা এ সময় জানান, নির্দেশনা অনুযায়ী কানাডাসহ উত্তর আমেরিকার প্রতিটি ইউনিটকে যুক্ত করে ভোটার তালিকা তৈরির কাজ শুরু করা হবে। জবাবে তারেক রহমান বলেন, শুধু নির্দেশনা দিলেই হবে না, কাজের সঠিক হিসাব রাখতে হবে। কে কোন এলাকায় দায়িত্ব নিয়েছেন, কতজন ভোটারকে এনআইডি করিয়েছেন এবং কতজনকে তালিকাভুক্ত করেছেন—এসবের বিস্তারিত রেকর্ড রাখতে হবে। তারেক রহমান জানান, বর্তমানে প্রবাসে প্রায় ৫০ লাখ বাংলাদেশি ভোটার হওয়ার সুযোগ রয়েছে। দেশে সাড়ে ১২ কোটি ভোটারের সঙ্গে এ সংখ্যা যুক্ত হলে মোট ভোটার...