ফুসফুস আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি ঠিকমতো কাজ না করলে শরীরের সব কার্যক্ষমতাই প্রভাবিত হয়। বিশেষ করে ফুসফুসে পানি জমা হলে, যা ডাক্তারি পরিভাষায় ‘পালমোনারি এডেমা’ নামে পরিচিত, তা জীবনঘাতী হতে পারে। শ্বাসকষ্ট ও ক্লান্তি: হাঁটলে বা সিঁড়ি উঠলে অতিরিক্ত ক্লান্তি, শুয়ে থাকলেও শ্বাস নিতে কষ্ট, ফেনাযুক্ত বা রক্তমিশ্রিত কাশি। পা ও গোড়ালিতে ফোলাভাব: রক্ত সঞ্চালনের বাধার কারণে পায়ের জুতা আঁটসাঁট লাগা, গোড়ালিতে ব্যথা বা ভারী ভাব। টানা কাশি ও কফ: কফে ফেনা বা গোলাপি রঙের থুতু, রাতে কাশি বেড়ে যাওয়া, বুকের চাপ বা ব্যথা। ঘুমের সমস্যা ও অস্থিরতা: বারবার ঘুম ভেঙে যাওয়া, বালিশ...