নিজস্ব প্রতিবেদক : আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা অতিরিক্ত পাঁচটি নতুন পণ্য কিনতে পারবেন। এই নতুন পণ্যের তালিকায় রয়েছে চা, লবণ, ডিটারজেন্ট এবং গৃহস্থালী ব্যবহারের জন্য দুই ধরনের সাবান। ফলে টিসিবির মাধ্যমে দেওয়া স্বল্পমূল্যের পণ্যের পরিধি আরও বিস্তৃত হচ্ছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত 'উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণ'-বিষয়ক এক সভায় এ ঘোষণা দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা। সভায় ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, পার্শ্ববর্তী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা অংশ নেন। সভায় জানানো হয়, টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে। এতে একদিকে যেমন দরিদ্র জনগোষ্ঠী স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারে, অন্যদিকে বাজারে চাহিদা...