নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে ওভারপাসের নিচে পড়ে মোহর উদ্দিন মিয়া নামের এক মোটরযান রিকশাচালক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় যুবক সাজ্জাদ হোসেন সাজ জানান, বেলা সোয়া ১টার দিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল। তখন ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশের রেলিং ভেঙ্গে নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা এক মোটরযান রিকশা চালক গুরুতর আহত হোন। ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার...