শ্রমিকরা অভিযোগ করেন, আগস্ট মাসের বেতন রোববার দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। ফলে তারা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভে নামেন। কয়েকজন শ্রমিক দাবি করেন, কর্তৃপক্ষ বেতন বাকি রেখে গোপনে কারখানা বিক্রির চেষ্টা করছে।আরও পড়ুনআরও পড়ুননরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে যুবদল নেতা নিহত কারখানার সুইং বিভাগের অপারেটর সাথি আক্তার বলেন, আগস্টের বেতন না পেয়ে শ্রমিকরা বিপাকে পড়েছেন। সেপ্টেম্বরে বেতন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই তারা আন্দোলনে বাধ্য হয়েছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। শ্রমিক আলমগীর হোসেন বলেন, শ্রমিকদের পরিবারের একমাত্র ভরসা বেতনের টাকা। কিন্তু সময়মতো না পেলে তারা চরম দুরবস্থায় পড়ে যান, অথচ কর্তৃপক্ষ এ বিষয়টি গুরুত্ব দেয় না। এ বিষয়ে কারখানার কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। যোগাযোগের চেষ্টা করেও কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। শ্রীপুর থানার...