জনবল নেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। প্রতিষ্ঠানটি সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ দিচ্ছে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। ইতোমধ্যেই আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং অনলাইনে আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। •সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে টেলিকমিউনিকেশন্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, ইলেকট্রনিকস বা তথ্যপ্রযুক্তি–সম্পর্কিত বিষয়ে (যেমন: ইইই, সিএসই, ইসিই, ইটিই, ইইসিই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি) অন্তত চার বছর মেয়াদি স্নাতক (প্রকৌশল) ডিগ্রি বা ইউজিসি অনুমোদিত সমমানের বৈদেশিক ডিগ্রি থাকতে হবে। •সিজিপিএ পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের স্নাতকে ন্যূনতম সিজিপিএ ২.৫০ (স্কেল ৪.০০), আর এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩.৫০ (স্কেল ৫.০০) থাকতে হবে। •শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। •প্রাথমিক বাছাইয়ে শীর্ষ ১২০০ জন লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। •মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থী চূড়ান্তভাবে অযোগ্য বিবেচিত হবেন। •লিখিত ও মৌখিক পরীক্ষার...