ইসরায়েলি দৈনিক হারেত্জে প্রাবন্ধিক গিদিয়োন লেভি গত ২৮ সেপ্টেম্বর প্রকাশিত এক মতামত নিবন্ধে প্রশ্ন তুলেছেন, গাজায় শিশুদের ব্যাপক হত্যাকাণ্ডকে যদি ‘ভালো’ বলা হয়, তবে ‘খারাপ’ কাকে বলা হবে। নিবন্ধটির শিরোনামেই তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধনীতির নৈতিকতা নিয়ে তীব্র সমালোচনা করেন। আন্তর্জাতিক মানবিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের হিসাবে ২৩ মাসের যুদ্ধে গাজায় নিহত শিশুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। সংগঠনটি জানায়, গড়ে প্রতি ঘণ্টায় কমপক্ষে একজন শিশু নিহত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন জানায়, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। কমিশন অবিলম্বে এই কর্মকাণ্ড বন্ধ ও আন্তর্জাতিক আদালতের নির্দেশনা পূর্ণভাবে বাস্তবায়নের আহ্বান জানায়। ইসরায়েল পক্ষপাতের অভিযোগ তুলে এ ধরনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। এর মধ্যেই ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ‘কাজ শেষ না...