উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় মরুভূমি থেকে পাঁচজনের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের সবাই অভিবাসী। বৃহস্পতিবার স্থানীয় এনজিওগুলো এই তথ্য জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে উদ্ধারকারী দল। তবরুক শহরের দক্ষিণে অন্তত ৫৫০ কিলোমিটার দূরে ‘গ্রেট স্যান্ড সি’ নামের এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। রেড ক্রিসেন্ট জানিয়েছে, উদ্ধারের পর মরদেহগুলো তবরুকে নিয়ে আসা হয়েছে। সংস্থাটি বলছে, অভিবাসীদের মরুভূমি পাড়ি দেওয়ার যাত্রা কতটা ভয়াবহ হতে পারে, এই ঘটনা তারই একটা উদাহরণ। এটাকে বলা যেতে পারে ‘মৃত্যুপথযাত্রা’, বলছে রেড ক্রিসেন্ট। লিবিয়ায় অভিবাসীদের মৃত্যুর তথ্য সংগ্রহকারী স্থানীয় বেসরকারি সংস্থা ‘আবরিন’ জানিয়েছে, উদ্ধার করা গলিত মরদেহগুলো সম্ভবত সুদানের অভিবাসীদের। সংস্থাটি উদ্ধার অভিযানের কিছু ছবিও প্রকাশ করেছে। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার সঙ্গে ছয়টি দেশের সঙ্গে সীমান্ত ও ভূমধ্যসাগরের...