কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার থেকে এক তরুণ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে রামু উপজেলা সদরের শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহার থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত উদ্ধার থুই নু মং মারমা ওরফে কিমাচারা ভিক্ষু (২২) রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার দাপুয়া এলাকার কুটু মং মারমার ছেলে। তিনি শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ছিলেন।প্রাথমিকভাবে ঘটনার আলামত দেখে আত্মহত্যার বলে ধারণা করা হলেও কি কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত নয় বলে জানান ওসি।স্থানীয়দের বরাতে আরিফ হোছাইন বলেন, সকালে বৌদ্ধ বিহারে পূজার্থীরা প্রার্থনা করতে গিয়ে দেখেন কিমাচারা ভিক্ষুর শয়ন কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। বেশ কিছুক্ষণ ধরে ডাকাডাকির পরও তার সাড়াশব্দ পাননি। পরে তারা দরজার...