প্রথমবার ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনালের পর নানা নাটকীয়তায় ফাইনালের অনুষ্ঠান শেষ হয়েছে। ভারত ৫ উইকেটের বড় জয়ের পর শিরোপা নিতে মঞ্চে আসেনি। পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা রানার্সআপের ডামি চেক নিয়েও দূরে ছুঁড়ে ফেলেছেন। ফাইনালে স্পোর্টসম্যানশিপের বাইরে রাজনৈতিক আচরণ করেছেন বেশি দুদল। এ নিয়ে কথা বলেছেন দুদলের সাবেক খেলোয়াড় ও ভারতীয় শিবসেনা নেতা। পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার কামরান আকমল বলেছেন, ‘পাকিস্তান বোর্ডের এখনই ঘোষণা করা উচিত যে, আমরা আর কখনই ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। দেখা যাক আইসিসি বিষয়টি নিয়ে কী ব্যবস্থা নেয়। এর জন্য আর কোন ধরণের প্রমাণের প্রয়োজন আছে! কিন্তু বিসিসিআইয়েরই একজন আইসিসি পরিচালনা করছেন- সেখানে তিনি কি ব্যবস্থা নেবেন?’ এশিয়া কাপের শিরোপা অনুষ্ঠান নিয়ে বিরক্ত ভারতের সাবেক রবি শাস্ত্রী। ভারতীয় এক মাধ্যমে তিনি বলেন, ‘সমর্থকেরা এখন এখানে,...