ঢাকা: নেপালের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের (জেন জি) ডাকা আন্দোলনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। সোমবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্দোলনসংক্রান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগ করতে পারবেন না অলি।এ নিষেধাজ্ঞা শুধু অলির ওপরই নয়, প্রভাব পড়েছে আরও কয়েকজন সাবেক শীর্ষ কর্মকর্তার ওপরও। এর আওতায় আছেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হুতারাজ থাপা এবং দুই জ্যেষ্ঠ আমলা।উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ, অর্থনৈতিক সংকট এবং সরকার ও প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে গত ৮ ফেব্রুয়ারি নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হয় নজিরবিহীন এক তরুণ নেতৃত্বাধীন আন্দোলন। অল্প সময়েই শিক্ষার্থী ও জেন জি প্রজন্মের এই বিক্ষোভ দেশব্যাপী ছড়িয়ে পড়ে।আন্দোলন দমন করতে পুলিশ মোতায়েন করে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি’র...