নিজস্ব প্রতিবেদক: আগেরদিন রোবারের বড় পতনের পর শেয়ারবাজারে নতুন আশার সঞ্চার হয়েছে। বিনিয়োগকারীদের আতঙ্ক কাটিয়ে আজ উভয় বাজারেই প্রধান সূচক উত্থানমুখী ছিল। দিনের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে প্রায় ১০ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে সাড়ে ১১ পয়েন্ট। লেনদেনের দিক থেকেও বাজার ইতিবাচক প্রবণতা দেখিয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেন দাঁড়িয়েছে প্রায় ৬০০ কোটি টাকা, যা আগের দিনের ৫৬৪ কোটি টাকা থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। এতে বোঝা যাচ্ছে, বিনিয়োগকারীরা আবার ধীরে ধীরে আস্থার জায়গায় ফিরছেন। দাম বাড়া-কমার তালিকায়ও বাজারের ইতিবাচক দিক ফুটে উঠেছে। আজ ডিএসইতে ২১২টি প্রতিষ্ঠানের শেয়ারমূল্য বেড়েছে, যা কমার সংখ্যার দ্বিগুণের বেশি। অর্থাৎ, বাজারের সামগ্রিক চিত্রে উর্ধ্বমুখী প্রবণতাই ছিল প্রধান। যদিও বড় পতনের ধাক্কা পুরোপুরি কেটে যায়নি, তবে বিশ্লেষকদের মতে বাজারে এই ইতিবাচকতা...