দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত খবরের শিরোনাম ছিল ‘শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে দুই অ্যাপ বন্ধের চিন্তা’। প্রতিবেদনে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখতে এবং অনলাইন সভায় অংশ নিতে দুটি অ্যাপ ব্যবহার করছেন। গত বুধবার ঢাকার একটি ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ২৪৪ জনের মধ্যে দেড় শতাধিক ব্যক্তি টেলিগ্রাম ও বোটিম ব্যবহার করতেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়। সেখানে বলা হয়, সরকার আপাতত রাতের বেলায় এই দুই অ্যাপের (টেলিগ্রাম ও বোটিম) ব্যবহার ধীর করে দেওয়ার ব্যাপারে চিন্তা করছে এবং আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এগুলি বাংলাদেশে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। টেলিগ্রাম একটি ইন্টারনেটভিত্তিক জনপ্রিয় যোগাযোগ অ্যাপ, যার প্রতিষ্ঠাতা পাভেল দুরভ রুশ বংশোদ্ভূত। অন্যদিকে, বোটিম...