অর্থসংকটে কর্মীদের নিয়মিত বেতন-ভাতা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। ২০১৮ সাল থেকে বলা হচ্ছে, নির্মাণাধীন এফডিসি কমপ্লেক্স ‘মাথা তুলে’ দাঁড়ালেই অর্থসংকটসহ প্রতিষ্ঠানটির সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবে দফায় দফায় প্রকল্পের মেয়াদ আর ব্যয় বাড়লেও এফডিসি কমপ্লেক্সের নির্মাণকাজ এখনো শেষ হয়নি। সবশেষ ২০২৬ সালের জুন মেয়াদের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে এফডিসির কর্মকর্তা-কর্মচারীরা সন্দেহ-সংশয়ে আছেন। এফডিসির কর্মচারীদের বেতনের পেছনে মাসে খরচ ৯৭ লাখ টাকা। অন্যান্য খরচ মিলে ব্যয় দাঁড়ায় ১ কোটি ১০ লাখ টাকার কাছাকাছি। অন্যদিকে প্রতিষ্ঠানটির আয় মাসে গড়ে ২৫ লাখ টাকা। এফডিসির কর্মচারীরা অবসরে যাচ্ছেন, কেউ মারা যাচ্ছেন—তাঁদের পাওনা ভাতা যোগ হচ্ছে খরচের খাতায়। সবশেষ গত ২২ এপ্রিল ২৩ জন কর্মকর্তা-কর্মচারীর অবসরোত্তর ভাতার ৩ কোটি ৫৮ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। অবসরপ্রাপ্ত কর্মচারীর...