পার্বত্য অঞ্চল, বিশেষ করে খাগড়াছড়িতে চলমান অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে একটি মহলের চেষ্টা রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি ইঙ্গিত দিয়েছেন যে এই ঘটনা "ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে" ঘটছে। সোমবার দুপুরে রমনায় ডিএমপির পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু একটি মহল এই উৎসবটি যেন ভালোভাবে না হয়, সে জন্য চেষ্টা করছে। তিনি স্পষ্ট করে বলেন, "একটা মহলই খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে।" পার্বত্য অঞ্চলের সাম্প্রতিক সহিংসতায় সন্ত্রাসী কার্যকলাপের কথা উল্লেখ করে তিনি বলেন,"কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে ফায়ার...