বাংলা সিনেমার পরিচিত মুখ ইসমাইল হোসেন, যিনি ফকিরা নামেই বেশি পরিচিত। অভিনয় জীবনে প্রায়৭০০ সিনেমায় অভিনয় করেছেনতিনি। রাজ্জাক, আলমগীর, সালমান শাহ, রিয়াজ, মান্না থেকে শুরু করে শাকিব খানের সঙ্গেও কাজ করেছেন। কলকাতার ছবিতেও ছিলেন তাঁর উপস্থিতি। অথচ এখন এই প্রখ্যাত অভিনেতা শয্যাশায়ী, তিনবার স্ট্রোক করে বাকরুদ্ধ ৬৫ বছর বয়সী ফকিরা। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ছোট্ট কামরায় গিয়ে দেখা করেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সনি রহমান। তিনি জানান, “ফকিরা ভাই এক বছর ধরে বাকরুদ্ধ হয়ে আছেন। কথা বলতে পারেন না। শুধু চোখের পানি ঝরে। মাঝেমধ্যে বাচ্চাদের মতো আচরণ করেন, তবে মানুষ চিনতে পারেন। মিশা ভাইকে ভিডিও কলে চিনতে পেরে হাত নেড়েছেন।” ফকিরার সন্তানরা জানিয়েছেন, ঢাকার একাধিক হাসপাতালে তাঁর চিকিৎসা করানো হলেও তেমন উন্নতি হয়নি। চিকিৎসা ও সংসারের খরচ...