দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল বন্দর দিয়ে আট দিনে ভারতে ১০২ টনের ইলিশ রপ্তানি করা হয়েছে। সোমবার সকালে একটি চালানে ভারতে এক দশমিক ৫২ টন ইলিশ গেছে, তবে আরও রপ্তানির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল বন্দর মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা। ১৬ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর সকাল পর্যন্ত শুধুমাত্র বেনাপোল বন্দর দিয়ে ১০২ দশমিক ২১৪ টন ইলিশ প্রতিবেশী দেশটিতে রপ্তানি হয়েছে বলে জানান তিনি। সজীব সাহা বলেন, গত ১৬ সেপ্টেম্বর প্রথম চালানে ৩৭ দশমিক ৪৬ টন ইলিশ ভারতে রপ্তানি হয়। ওই দিন রাত ১টায় বেনাপোল বন্দর দিয়ে আটটি ট্রাকে করে এসব ইলিশ পাঠানো হয়। বন্দর থেকে জানা গেছে, ভারতে পাঠানো ইলিশের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো হলো- সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং। আর ভারতের পক্ষে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলো-...