এশিয়া কাপ জয়ের পর ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের জন্য ভারতীয় দলকে কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। দুবাইয়ে ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছিল ভারত। কিন্তু ট্রফি গ্রহণের সময় তারা তা প্রত্যাখ্যান করে, কারণ সেটি প্রদান করতে এসেছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নকভি। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও বটে। ভারতীয় দলের আপত্তির পর নকভি ট্রফিটি নিজের হোটেলে নিয়ে গেছেন বলে জানা যায়। এ প্রসঙ্গে মালিক বলেন, ‘খেলোয়াড়রা কত চাপের মধ্যে থেকে খেলেছে, কত কষ্ট করেছে, তীব্র গরমে মাঠে নেমেছে। তারা এত পরিশ্রম করেছে কেন? কাপ জেতার জন্য। আর সেই ট্রফি জেতার পর সেটি নিতে গেলই না! এমন তো হতে পারে না। ’ তিনি আরও যোগ করেন, ‘আজকে হয়তো তারা এটা উদ্যাপন করছে। কিন্তু...