যখন বার্সেলোনার একজন বললেন, শুরু একাদশে খেলতে হবে, শুনে বিশ্বাসই হয়নি ড্রু ফের্নান্দেসের। পরে নিজেকে শান্ত করে মাঠে নামলেন ১৭ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে নিজের সামর্থ্যের কিছুটা ঝলকও দেখালেন তিনি। ২০২২ সালে বার্সেলোনার বিখ্যাত একডেমি লা মাজিয়াতে যোগ দেন ড্রু। গত জুলাইয়ে এশিয়া সফরে বার্সেলোনার প্রাক মৌসুম তাকে দলে ডাকেন ফ্লিক। ভিসেল কুবের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি নেমে ৩-১ ব্যবধানের জয়ে একটি গোল করেন ড্রু। প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেকের জন্য খুব বেশি অপেক্ষা করতে হলো না ১৭ বছর বয়সী ড্রুর। রেয়াল সোসিয়াদের বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়া ম্যাচে খেলেন তিনি প্রথমার্ধে, বিরতির পর তার জায়গায় নামেন দানি ওলমো। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় ড্রু শোনালেন তার স্বপ্ন পূরণের গল্প। “আমি খুব খুশি, খুব খুব খুশি। এটা অবিশ্বাস্য। যখন আমাকে বলা হলো,...