বরিশালে ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে কৃষক সোহেল খানকে (৩৫) হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার চরকবাই এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার শিকার সোহেল বাকেরগঞ্জের চরকবাই এলাকার নুর ইসলাম খানের ছেলে। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতের স্ত্রী সাজেদা বেগমের অভিযোগ, জমি লিজ দিতে রাজি না হওয়ায় স্থানীয় কয়েকজন ব্যক্তি শনিবার দিবাগত রাতে মোবাইল ফোনে কল দিয়ে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার স্বামী সোহেলকে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, শনিবার রাতে মসজিদের মাইকে মাইকিং করে সোহেলকে ডাকাত বলে প্রচার করা হয়। পরে তাকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। রাতেই তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। তাদের দাবি, সোহেল খান গণপিটুনির শিকার হয়েছেন। সোহেলের স্ত্রী সাজেদা বেগম বলেন, ক’দিন...