ঢাকা: টিসিবির পণ্য তালিকায় আগামী নভেম্বর থেকে চা, লবণ, ডিটারজেন্ট এবং দুই ধরনের সাবান যোগ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত টিসিবির উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণ বিষয়ক সভায় তিনি এ তথ্য জানান। সভায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক এবং ঢাকার পার্শ্ববর্তী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বাণিজ্য উপদেষ্টা বলেন, টিসিবির কার্যক্রম সরকারের প্রায় পাঁচ হাজার কোটি টাকার ভর্তুকিতে পরিচালিত হয়, যা বাজারে চাহিদা ও সরবরাহের মধ্যে সমতা বজায় রাখতে সাহায্য করে। তিনি আরও বলেন, নতুন পাঁচটি পণ্য দরিদ্র জনগোষ্ঠীর জন্য আরেক স্তরের স্বস্তি আনবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।তিনি বলেন, সরকার টিসিবির কার্যক্রম আরও গতিশীল করার জন্য প্রচেষ্টা...