প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে, মানষিক ও শারিরীক নির্যাতনেই সনেকা বেগম (৩৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরেেশৗলমারী ইউনিয়নের সুখেরবাতি গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সুখেরবাতি গ্রামের সন্তাজ মোল্লার ছেলে কালাচান মোল্লার সাথে চরশৌলমারী বাজারপাড়া গ্রামের মোক্তব আলীর মেয়ে সনেকা বেগম এর ২০ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্তি জীবন ভালোই চলছিল। ঘরে দুজন কন্যা সন্তান থাকলেও দুজনকেই বিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় শ্রেণীর একজন ছেলে সন্তান রয়েছে। ঘটনার দিন ২৬ সেপ্টেম্বর সনেকা বেগম আত্মীয়র বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যান। সন্ধ্যার আগে নিজ বাড়িতে ফিরে এসে দেখেন তার...