অজপাড়া গ্রামের মেয়েটি, নাম তার পার্বতী। মা-বাবা, ভাই, নিয়েই পার্বতীদের দরিদ্র্যতার সংসার! পার্বতীর বড় ভাই প্রকাশ একটা কোম্পানিতে চাকরি করে, পার্বতী শহরে একটি দর্জির দোকানে চাকরি করে। টানাটুনির সংসার তার মধ্যে বেচে থাকার অদম্য যুদ্ধ তবুও যে অন্ত নেই তাদের নতুন নতুন স্বপ্নের! স্বপ্নই বুঝি মানুষের বেঁচের থাকার চাবিকাঠি। নতুন আরেক সদস্যের আগমনের জন্য স্বপ্নের সিঁড়িতে পা রাখলো পার্বতীর পরিবার, পার্বতীর ভাইয়ের বিয়ে ঠিক হলো, তবে সংসারের ক্ষেত্রে পার্বতীর বড় ভাই খুব উদাসীন! তবে এদিকে পার্বতীরও বিয়ের বয়স হয়েছে, তাতে কী বড় ভাইয়ের বিয়ে বলে কথা, প্রত্যেকটি পরিবারের মেয়েরা চায় তাদের বড় ভাইদের বিয়ের অনুষ্ঠানটা শেষে করে তাদের বিয়ে হউক। ‘পুরুষ বা নারী যেই হোক বিয়ে ব্যাপারটা যার যার ব্যক্তি ইচ্ছে থাকা উচিৎ’। সকল জল্পনা কল্পনা ও দারিদ্র্যতার সঙ্গে লড়াই...