গত ২৩ সেপ্টেম্বর অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) স্বাক্ষরিত স্মারকে আলাদা দুইটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৬৬৯ পদের মধ্যে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদে ২৯ জন, নকশাকার পদে ৪১ জন, কার্যসহকারী পদে ১৪৪ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৭৬ জন, হিসাব সহকারী পদে ১১৯ জন, অফিস সহায়ক পদে ১৬১ জন, নিরাপত্তা প্রহরী পদে ৮১ জন এবং মালি পদে ১৮ জন নিয়োগ করা হবে। নির্দেশনায় বলা হয়, দেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এক ব্যক্তি ১৪তম থেকে ১৬তম গ্রেডের যেকোন একটি পদে এবং ২০তম গ্রেডের যেকোন একটি পদে আবেদন করতে পারবেন। গণপূর্ত অধিদফতরের কেবল সেটআপভুক্ত পদে (মাস্টাররোল, ওয়ার্কচার্জড, অস্থায়ী নিয়মিত, ভাউচার, আউটসোর্সিং ব্যতীত) কর্মরত কর্মচারীরা ‘বিভাগীয় প্রার্থী’ হিসেবে গণ্য হবেন। আবেদনের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। ওয়েবসাইটের...