ফরিদপুর–৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য এ. কে. আজাদ ফরিদপুর সদরের অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নিয়েছেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে প্রতিটি মণ্ডপে ২০ হাজার টাকা করে সহায়তা করেন তিনি। পূজা চলাকালীন আজ সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত এভাবে ১৯৯ পূজা মণ্ডপের প্রতিটিতে ২০ হাজার টাকা করে তিনি সহায়তা করবেন বলে জানা গেছে। এ. কে. আজাদ বলেন, অন্য ধর্মের প্রতি ভালোবাসা থেকেই এমন কর্মসূচি হাতে নিয়েছেন। সংসদ সদস্য থাকাকালীন প্রতিশ্রুত সকল অসমাপ্ত কাজ নিজ অর্থায়নে সমাপ্ত করার কথা জানান তিনি। চাঁদপুর ইউনিয়নের পূজামণ্ডপে গিয়ে এ. কে. আজাদ বলেন, বেকারত্ব দূর করতে সবগুলো উদ্যোগ নেবেন তিনি। যেখানে ট্রেনিং সেন্টার নেই, সেসব জায়গায় ট্রেনিং সেন্টার দিয়ে সবাইকে যোগ্য করে কাজে...