দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিন সারাদেশে হালকা থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বর্তমান আবহাওয়ার পরিস্থিতিআবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুসারে, দক্ষিণ উড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থলনিম্নচাপটি পশ্চিম উত্তর-পশ্চিম দিকে সরে দুর্বল হয়ে বর্তমানে মহারাষ্ট্র ও পার্শ্ববর্তী এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ বর্তমানে ওই লঘুচাপের কেন্দ্রস্থল থেকে ছত্তিসগড়, উড়িশা, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর দুর্বল এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। ২৪ ঘণ্টার পূর্বাভাস (সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা)সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়। অস্থায়ীভাবে দমকা হাওয়া...