শরতের আকাশে তুলোর মতো সাদা মেঘ আর কাশবনের শুভ্র সৌন্দর্য জানিয়ে দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। এই সময়ের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা মুখিয়ে থাকেন। দেবী দুর্গার আগমনে পাড়া-মহল্লায় ঢাকের বোল, শাঁখের ধ্বনি আর কাসার ঘণ্টার শব্দে মুখর হয়ে ওঠে পরিবেশ। উৎসবের এই আমেজ দোলা দিয়েছে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের মনেও। পূজা মানেই তার কাছে পরিবারের সঙ্গে আনন্দমুখর সময় কাটানো। ঢাকা মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে মিম জানান, “এবারের পূজা পরিবারের সঙ্গেই উদযাপন করছি। তবে এখনো ঠিক করিনি কুমিল্লায় যাব নাকি রাজশাহী। সম্ভবত দুই জায়গাতেই অল্প সময়ের জন্য ঘুরে আসব।” শৈশবের পূজার স্মৃতি টেনে মিম বলেন, “ছোটবেলায় রাজশাহীতে পূজা মানেই অন্য রকম আনন্দ। পদ্মা নদীতে নৌকা বাইচ হতো, বিশাল মেলা বসত—সেগুলো দারুণ উপভোগ করতাম। এখন আর সেই রকম আয়োজন হয় না।...