বাংলাদেশ ডিজিটাল সার্ভে বাবিডিএস (BDS) জরিপশুরু হয়েছে দেশের বিভিন্ন জেলায়। ভূমি সংস্কার বোর্ড ও ভূমি মন্ত্রণালয়ের এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের সব জমির সঠিক ও আধুনিক রেকর্ড তৈরি করা। বিডিএস জরিপে জমির মালিকানা, সীমানা ও খতিয়ান সম্পর্কিত তথ্য আধুনিক ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। পুরনো রেকর্ড—যেমন সিএস, এসএ, আরএস বা বিএস এর সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বশেষ মানচিত্র ও খতিয়ান প্রস্তুত করা হচ্ছে। জিপিএস ও টোটাল স্টেশন মেশিন ব্যবহার করে জমির সঠিক পরিমাপ করা হচ্ছে। প্রতিটি প্লট বা দাগ নম্বর নতুন করে চিহ্নিত করা হচ্ছে। জমির মালিকানা যাচাই করে খতিয়ান তৈরি করে অনলাইনে সংরক্ষণ করা হচ্ছে। জমির রেকর্ডে স্বচ্ছতা আসবে, দখল বা মাপজোক নিয়ে বিরোধ কমবে। জমির দলিল, নামজারি, মিউটেশনসহ অন্যান্য কাজ সহজ হবে। সারাদেশে ধাপে ধাপে এ জরিপ চলছে।...