জনগণের রায়কে জামায়াত সবসময় ভয় পায়, সেজন্য তারা পিআর পদ্ধতি চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে জোট করবে না বিএনপি। সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, জনপ্রিয়তা বিবেচনায় মিত্র দলগুলোর জন্য ৪০-৫০টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি। তবে জামায়াতের সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই। হাফিজ উদ্দিন অভিযোগ করেন, জামায়াত জনগণের রায়কে ভয় পায়। বিদেশি পরামর্শে কিছু রাজনৈতিক দল বিকল্প ব্যবস্থার কথা বলছে, যা বাস্তবসম্মত নয়। ভোটে জেতার সম্ভাবনা না থাকায় তারা উদ্ভট চিন্তা সামনে আনছে। তিনি স্পষ্ট করে বলেন, জনগণের ওপর কোনো ব্যবস্থা চাপিয়ে দিলে বিএনপি তা মেনে নেবে না। বিএনপির এই নেতা সতর্ক...