বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এসএম জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেছেন, গত দেড়যুগে সাংবাদিকরা অনেক নির্যাতিত হয়েছেন। অনেকে সাংবাদিকতা ছেড়ে দিয়েছেন। কোনো সাংবাদিকের যাতে বলতে না হয়—গত দুই মাস বেতন পাইনি বা অর্ধেক পেয়েছি—এরজন্য বিএনপি একটি সাংবাদিকবান্ধব দেশ গড়তে চায়। সোমবার বেলা ১১টার দিকে নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. জিয়া হায়দার বলেন, আমাদের প্রতিশোধ হবে দেশ গড়ার মাধ্যমে। বাংলাদেশকে যদি স্বৈরাচার মুক্ত পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ দেওয়া যায়, তাহলে আমাদের প্রত্যেকটা মানুষ কথা বলার সুযোগ পাবে। কোনো ভয় তার থাকবে না, প্রত্যেকটা মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এ সময় তিনি স্বাস্থ্য খাত ও কুটির শিল্পের উপরও গুরুত্বারোপ...