সিরাজগঞ্জের কাজিপুরে বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক বাইসাইকেল আরোহী (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতার আঁখি পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কাজিপুর-ধুনট আঞ্চলিক সড়কে শ্যামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাতপরিচয় ওই যুবক বাইসাইকেলে করে সোনামুখী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আঁখি পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী তাৎক্ষণিক বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। তবে বাসটির বেশিরভাগ অংশই পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এদিকে এলাকাবাসীর দাবি বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ২৪ দিন আগে গত ৫ সেপ্টেম্বর একই স্থানে বালুবাহী ট্রাকচাপায় তাসকিন বাবু নামে এক শিশুর মৃত্যু হয়। ওই ঘটনার...