বাংলাদেশের পেসারদের নিয়ে কয়েকবার কাজ করেছিলেন ওয়াসিম আকরাম। তবে সববারই স্বল্প মেয়াদে। পাকিস্তানের কিংবদন্তি পেসারের ইচ্ছে আছে আবারও টাইগারদের নিয়ে কাজ করবেন। তবে দীর্ঘ মেয়াদে কাজ করার ব্যাপারে ভাববেন। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসিম শুনিয়েছেন তার ইচ্ছের কথা। একই সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসা ভুলগুলো তুলে ধরেছেন। পাকিস্তানের সাবেক এই পেসার বলেছেন, ‘আমি কিছুদিনের জন্য কাজ করতে পারি। কিন্তু দীর্ঘমেয়াদে কাজ করব কিনা সেটা এখন বলা কঠিন। বাংলাদেশ দলে মুশতাক আহমেদের মতো একজন খুব ভালো কোচ আছেন। এছাড়া ফিল সিমন্স শন টেইটরাও আছেন। উনারা সবাই ভালো কাজ করছেন।’ তবে তাকে ডাকা বা নিয়োগ দেওয়ার বিষয়টি পুরোপুরি বিসিবির উপর ছেড়ে দিয়েছেন ওয়াসিম আকরাম, ‘দেখা যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে নিয়ে কী ভাবে। ক্রিকেটের প্রতি বাংলাদেশের আগ্রহ অবিশ্বাস্য।’ বাংলাদেশের পেসারদের নিয়ে কয়েকবার...