ভারত-পাকিস্তান লড়াইয়ের মাধ্যমে শেষ হয়েছে এশিয়া কাপ ২০২৫ আসর। পুরো টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী, যার সর্বশেষটি ছিল গতকাল রাতে; আসরের ফাইনাল ম্যাচ।যেখানে পুরো সময়জুড়ে মনোযোগ ধরে রেখে লড়াই করেছে সূর্যকুমার যাদবের দল। শেষে চ্যাম্পিয়নও হয়েছে তারাই। ভারতীয় এক গণমাধ্যমে অধিনায়ক সূর্যকুমার বলেন, ‘দুই দলের মধ্যে একটা পার্থক্য থাকা দরকার। আমরা কোনো ইঙ্গিত দিইনি, হাত নেড়ে কোনো প্রতিক্রিয়া দেখাইনি। আমরা মর্যাদা নিয়ে খেলতে চেয়েছি। তারা মাঠের বাইর থেকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। ফল যেকোনো দলের পক্ষেই যেতে পারে। তবে ম্যাচ শেষে আপনি যেন খুশি থাকতে পারেন, সেটাই গুরুত্বপূর্ণ। আমি খেলোয়াড়দের বলেছি আবেগ সরিয়ে রেখে ভালো ক্রিকেট খেলতে। শেষে যা ফল আসবে, আমরা সেটাই মেনে নেব। ’ বিসিসিআইকে ধন্যবাদ জানালেন সূর্যকুমার। তিনি বলেন, ‘এটি এত বড় বোর্ড, এত খেলোয়াড়, এত...