এসএম বদরুল আলমঃপ্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, একসময় পুঁজিবাজারে তালিকাভুক্ত স্বনামধন্য একটি বীমা কোম্পানি, এখন পরিবারতন্ত্র, দখলদারিত্ব ও লুটপাটের শিকার হয়ে আর্থিক সঙ্কটে পড়েছে। ২০১৮ সালে এই কোম্পানি দখল করা হয় মাফিয়া এস আলম গ্রুপের ছত্রছায়ায় ইউনিয়ন ব্যাংকের পালাতক সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে। অভিযোগ রয়েছে, দখলের পরপরই ছয় শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয় এবং বিভিন্ন প্রভাবশালী শিল্পগ্রুপের প্রতিনিধিকে পরিচালক হিসেবে বসিয়ে দেয়া হয়। ফলে সাত বছরের মাথায় প্রতিষ্ঠানটি রুগ্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং পুঁজিবাজারে শেয়ারের দাম অস্বাভাবিকভাবে কমে গেছে। লোকসানের কারণে এখন ডিভিডেন্ড প্রদানও অনিশ্চিত হয়ে পড়েছে। দখলদারিত্ব প্রতিষ্ঠার পর মোকাম্মেল হক চৌধুরী নিজের পরিবারের সদস্যদের শীর্ষ পদে বসান। তার ছোট ভাই এ কে এম নাজমুল হক চৌধুরীকে করা হয় অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর। বীমা...