ফিলিস্তিনের গাজায় ধারাবাহিক আগ্রাসনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় আগামীকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হবে।এ বৈঠকের মাধ্যমে ‘বিশেষ কিছুর’ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা। খবরে বলা হয়েছে, সোমবার হোয়াইট হাউসে চতুর্থবারের মতো বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু। ইসরায়েলের প্রায় দুই বছরের ধ্বংসাত্মক ‘গাজা যুদ্ধের’ পরবর্তী শাসনব্যবস্থার প্রস্তাব নিয়ে আলোচনা এখন তুঙ্গে। একইসঙ্গে ওয়াশিংটন-তেলআবিবের ‘অটুট সম্পর্ক’ এবার নতুন এক পরীক্ষার মুখোমুখি হতে পারে। এর আগে নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প মধ্যপ্রাচ্যে ‘মহত্ব’ ও ‘বিশেষ কিছু’ আনার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘গাজা যুদ্ধের এখনই অবসান হওয়া উচিত। ’ গত কয়েক সপ্তাহ ধরেই তিনি বারবার এই যুদ্ধ থামানোর...