২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম গ্রামের ঈদগা মাঠে ২০ ফুট ছাপড়া ঘর এক সাথে ক্লাস চলে ৩টি। নেই জানালা, দরজা। শিক্ষকের বসার জায়গা নেই, নেই প্রয়োজনীয় কাগজপত্র রাখার ব্যবস্থাও। সামান্য বৃষ্টি হলেই চার দিক থেকে পানি আসলেই ক্লাস বন্ধ হয়ে যায়। তখন ছুটি দিতে হয়। এ অবস্থা পাবনার ফরিদপুর উপজেলার মাদারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। প্রধান শিক্ষক চিত্ত সরকার জানান, এ বিদ্যালয়ে বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা ৮২ জন। অথচ এ বছরের জানুয়ারিতে ছাত্র-ছাত্রী ছিল ১১২ জন। নানা প্রাকৃতিক কারণে মাঝে মাঝেই ক্লাস ছুটি দিতে হয় বলে অনেক অভিভাবক তাদের ছেলে-মেয়েদের অন্য বিদ্যালয়ে নিয়ে গেছে। উপজেলা শিক্ষা অফিসার খ. ম জাহাঙ্গীল হোসেনে বলেন, বিদ্যালয়টিতে ২০২৪ সালের ১০ মে তারিখে ৩ রুমের একটি নতুন বিল্ডিং নির্মাণ কাজ...