সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোন অধিনায়ক লে. কর্নেল মো মনিরুল ইসলাম ও টু-আইসি মেজর নাহিদ বিন হাফি-এর নেতৃত্বে সাজেক থেকে ৫১১ জন পর্যটককে কড়া প্রহরায় দীঘিনালা সেনা জোনের কাছে হস্তান্তর করেন। বাঘাইহাট জোনে অসুস্থ পর্যটকদের চিকিৎসা সেবা দিয়ে দীঘিনালা জোনের সেনা সদস্যরা খাগড়াছড়ি সদর জোনের কাছে হস্তান্তর করার পর বিকালে নিরাপত্তা বাহিনীর কড়া প্রহরায় সমতলে পৌছে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর কাজী মোস্তফা...