২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা হাজী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী ছমির হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ জামালের বিরুদ্ধে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দিকে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস চন্দ্র দাস জানান, তিনি ২০১৯ সালের ৭ আগস্ট থেকে প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়টি ১৯৩৬ সালে ৫০ শতক জায়গার ওপর প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ সালে সীমানা প্রাচীর নির্মিত হয়। প্রধান শিক্ষক অভিযোগ করে বলেন, গত ২৬ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা, ফাতেহা ইয়াজদাহুম ও লক্ষ্মী পূজা উপলক্ষে বিদ্যালয়ে ছুটি চলছে। এ সময়ে গতকাল রবিবার(২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি বিশ্বস্ত সূত্রে জানতে পারেন, বিদ্যালয়ের পূর্ব-উত্তর...