পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে হওয়া ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে ইরানেরও যুক্ত হওয়া উচিত বলে প্রস্তাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি। জেনারেল সাফাভি পাক-সৌদি সম্পর্ক মজবুত হওয়ার এই ঘটনাকে "ইতিবাচক অগ্রগতি" হিসেবে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে। ইরানি বিপ্লবী গার্ডের (IRGC) জেনারেল সাফাভি 'ইরান ইন্টারন্যাশনাল'-কে জানিয়েছেন, তেহরান, ইসলামাবাদ ও রিয়াদের এই জোটে যোগ দেওয়া উচিত। তিনি বলেন, "ইরান, সৌদি আরব, পাকিস্তান এবং ইরাক একটি সম্মিলিত প্রতিরক্ষা চুক্তিতে পৌঁছতে পারে।" জেনারেল সাফাভির এই মন্তব্য এসেছে ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে স্বাক্ষরিত "কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি (Strategic Mutual Defence Agreement - SMDA)"-এর পরিপ্রেক্ষিতে। এই চুক্তিতে অঙ্গীকার করা হয়েছে যে, যেকোনো একটি দেশের ওপর হামলাকে উভয়ের ওপর আগ্রাসন হিসেবে গণ্য করা...