শনিবারের রাতে তামিলনাড়ুর করুর ভ্যালি এলাকায় অভিনেতা বিজয়ের এক সভায় পদপিষ্টের ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছে। বিজয় সম্প্রতি সক্রিয় রাজনীতির আঙিনায় পা দিয়েছেন। তৈরি করেছেন নতুন দল তামিলাগা ভেটরি কাজাগম। শনিবার ওই দলের জনসভায় ঘটে যায় ওই দুর্ঘটনা। মৃত্যুর পাশাপাশি, আহত হাজারেরও বেশি। এই ঘটনার পর থেকে নিরাপত্তা বাড়ানো হয় অভিনেতার। এ বার তাঁর বাড়িতে বোমাতঙ্ক! চেন্নাই পুলিশের কাছে একটি উড়ো ফোন আসে, যেখানে দাবি করা হয়, অভিনেতার চেন্নাইয়ের নেলানকেড়াই অঞ্চলের বাড়িতে বোমা রাখা আছে। এমন ফোন পেতেই অভিনেতার বাড়িতে তৎক্ষণাৎ পৌঁছোয় চেন্নাই পুলিশ। সঙ্গে যায় ‘বম্ব ডিসপোজাল স্কোয়াড’। অভিনেতার বাড়ির অন্দরে পরীক্ষা-নিরীক্ষা চলছে। গোটা অঞ্চল নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তবে অভিনেতা বাড়িতে রয়েছেন কি না সেটা জানা যায়নি। যদিও দুর্ঘটনার পর দুঃখপ্রকাশ করেছিলেন বিজয়। মৃতদের পরিবারকে ২০ লক্ষ...