বাংলাদেশে জমি বা সম্পত্তির নিবন্ধিত দলিলের নকল বা“সার্টিফাইড কপি”অনেক সময় আদালত, ব্যাংক কিংবা সরকারি কাজে প্রয়োজন হয়। মূল দলিল হারিয়ে গেলে বা হাতের কাছে না থাকলেও এই সার্টিফাইড কপি সমানভাবে বৈধ হিসেবে গণ্য করা হয়। তবে কপি তুলতে হলে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হয়। যেউপ-রেজিস্ট্রার অফিসেদলিলটি মূলত নিবন্ধন করা হয়েছিল, সেখানেই আবেদন করতে হবে। যদি দলিলটি অনেক পুরনো হয়, তবে সংশ্লিষ্ট জেলাররেকর্ড রুম (District Record Room)থেকেও কপি নেওয়া লাগতে পারে। আবেদনকারী যদি জমির মালিক না হন, তবে মালিকের পক্ষ থেকেঅনুমতিপত্র (Power of Attorney/লিখিত সম্মতি) উপ-রেজিস্ট্রার অফিস থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে সঠিক তথ্য পূরণ করুন। সরকার নির্ধারিতস্ট্যাম্প ফি ও কপি ফি(সাধারণত প্রতি পৃষ্ঠার হিসাব অনুযায়ী) জমা দিতে হবে। ফি জমা হয়ব্যাংক চালান বা ট্রেজারি চ্যালানের মাধ্যমে। সাধারণত৩–৭ কর্মদিবসের মধ্যেসার্টিফাইড...