খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে রাঙ্গামাটিতে যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা বা অস্থিতিশীলতা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। আজ (২৯ সেপ্টেম্বর) সোমবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে সকলকে সচেতন থাকতে এবং গুজবে কান না দিতে আহ্বান জানানো হয়েছে। মাইকিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, খাগড়াছড়ির ঘটনার জেরে রাঙ্গামাটিতে কেউ যাতে বিভেদ সৃষ্টির চেষ্টা না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করে শহরের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে হবে। আমরা সবাই মিলে রাঙ্গামাটিকে শান্তিপূর্ণ রাখব। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ জানান, রবিবার রাতে ‘জুম্ম ছাত্র জনতা’ নামের একটি গ্রুপ ফেসবুকে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিলেও রাঙ্গামাটিতে এখন পর্যন্ত...