দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে এক বিবৃতিতে সেনাবাহিনীটি জানিয়েছে, কিছুক্ষণ আগে আমরা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্র সংরক্ষণের স্থানগুলোতে হামলা চালিয়েছি। এই অস্ত্রগারগুলো সশস্ত্র সংগঠনটি ব্যবহার করেছিল ইসরাইলের বিরুদ্ধে হামলা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য। এদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, দক্ষিণ লেবাননের কফার রুম্মান ও জারমাক শহরের কাছে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল এবং হুমিন এলাকায় একটি বাড়িতে ড্রোন হামলা চালানো হয়েছে। গত নভেম্বরের শান্তিচুক্তির পর হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘর্ষ শেষ হবার পরেও ইসরাইল নিয়মিত লেবাননে হামলা চালানো এবং সীমান্তের পাঁচটি পয়েন্টে সেনা অবস্থান অব্যাহত রেখেছে। অন্যদিকে, হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণ করতে চাপের মুখে রেখেছে লেবাননের সেনাবাহিনী, যারা দক্ষিণ লেবানন থেকে...