মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন বন্ধের দাবিতে হাজার মানুষের অংশ গ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সহস্রাধিক স্থানীয় নারী পুরুষ। নয়ানগর-বালুচর গ্রামবাসীর ব্যানারে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ গ্রহণকারী সালেহা বলেন, প্রতি বছর বছর বালু উত্তোলনের ফলে আমাদের গ্রামের মসজিদসহ বাড়িঘর ভাঙনের মুখোমুখি হয়েছে। আমাদের পাশে কেউ নেই। সরকারের কাছে অনুরোধ নদীর এই অংশে বালু মহাল চাই না, আপনারা আমাদের সহায়তা করুন। স্থানীয় যুবক পিন্টু বলেন, বাপ-দাদার ভিটা রক্ষায় যদি আমাদের জীবন দিতে হয় তবু আমরা প্রস্তুত। রাতের আধারে যদি এক সঙ্গে ৩০টা ড্রেজার গ্রামের তীরবর্তী এসে বালু উত্তোলন করে তাহলে আমাদের দুটো ছোট গ্রাম বিলিন হতে এক মাস সময়ও লাগবে না। তাই আন্দোলন...