ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রয়াত জয়নুল হক সিকদারের তিন সন্তানের নামে থাইল্যান্ডের সাতটি কোম্পানিতে থাকা বিনিয়োগ অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ সেপ্টেম্বর) এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত। জয়নুল হকের তিন সন্তান হলেন রন হক শিকদার, রিক হক সিকদার ও পারভীন হক সিকদার। তাদের নামে থাইল্যান্ডের সাত কোম্পানিতে থাই মুদ্রায় ৮৯ কোটি ৩০ লাখ টাকার বিনিয়োগ রয়েছে। আরও পড়ুনএস আলম ও সিকদার পরিবারসহ ২৬ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্তসিকদার গ্রুপের জয়নুল পরিবারের ২০৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে এদিন তাদের বিনিয়োগ অবরুদ্ধের আবেদন করেন সহকারী পরিচালক মো. আশিকুর রহমান। দুদকের আবেদনে বলা হয়, সাত সদস্যের সমন্বয়ে একটি তদন্ত দল সিকদার গ্রুপ সংক্রান্ত অভিযোগের তদন্ত...