আর্জেন্টিনায় মাদকচক্রের নির্মম হত্যাকাণ্ডের সংবাদে বিহব্বল হয়ে পড়েছে দেশটি। মোরেনা ভার্দি ও ব্রেন্ডা দেল কাস্তিয়ো এবং ১৫ বছরের লারা গুতিয়েরে নামে তিন তরুণীকে হত্যার ঘটনায় বুয়েনস আয়ার্সের রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। মোরেনা ভার্দি ও ব্রেন্ডা দেল কাস্তিয়ো এবং ১৫ বছরের লারা গুতিয়েরে নামে তিন তরুণীকে আঙ্গুল কেটে,...