আংশিক রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ এক নীতি সহায়তা ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে বন্ড লাইসেন্স না থাকলেও নির্ধারিত শর্ত মেনে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করতে পারবে এসব প্রতিষ্ঠান। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন চলতি মাসের ২৫ তারিখে জারি করে এনবিআর। বিষয়টি সোমবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করে এনবিআরের জনসংযোগ দপ্তর। প্রজ্ঞাপনে বলা হয়, অনেক রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন কারণে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স নিতে সক্ষম হয় না। এসব প্রতিষ্ঠানকে সহায়তা দিতেই এ নীতিগত সুবিধা চালু করা হয়েছে। এখন থেকে এসব প্রতিষ্ঠান আমদানিকৃত কাঁচামালের ওপর নির্ধারিত শুল্ক ও কর পরিশোধের পরিবর্তে একই মূল্যের একটি ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে শুল্কমুক্ত সুবিধা নিতে পারবে। জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে, এ সিদ্ধান্তের ফলে রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন সক্ষমতা...