এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয়ের পরও ভারত–পাকিস্তান লড়াইয়ের উত্তেজনা থামছে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলের জয়কে সাম্প্রতিক সামরিক অভিযানের সঙ্গে তুলনা করায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ৫ উইকেট ও ২ বল হাতে রেখে পাকিস্তানকে হারায় ভারত। ম্যাচ শেষে মোদি এক্স–এ লিখেন, “খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফল একই—ভারতের জয়! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।” মোদির এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি রিটুইটে লিখেন, “যদি যুদ্ধই গর্বের মাপকাঠি হয়, তবে ইতিহাস ইতোমধ্যে পাকিস্তানের হাতে ভারতের লজ্জাজনক পরাজয় লিখে রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্য বদলাতে পারবে না। খেলায় যুদ্ধ টেনে আনা হতাশা প্রকাশ করে এবং খেলার চেতনাকে কলঙ্কিত করে।” গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর মে মাসে পাকিস্তানে...